রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
৪৮ নওগাঁ- ৩ আসনের এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর পিতার আজ ২১ জানুয়ারী ২০২৪ বাবার ২৩ তম মৃত্যুবার্ষিকী। ২০০১ সনের এই দিনে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বাবা আমাদের ছেড়ে চলে যান।
বাবা বটবৃক্ষের ন্যায়, বাবা ছাড়া পৃথিবীটা কেমন যেন শূন্যতায় ভরা। তোমাকে খুব মনে পড়ে। সর্বকনিষ্ঠ সন্তান হিসেবে তোমার কাছে আমার আদরই ছিল আলাদা। তোমার দেশপ্রেম, মানুষের প্রতি ভালবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা, ন্যায়-নিয়ম-নিষ্ঠার বিষয়গুলো আমার জীবনে অসামান্য প্রভাব ফেলেছে, যা তুমি তোমার বাবার নিকট থেকেও পেয়েছিলে। পরকালে তুমি ভাল থেকো। তোমার অভাব প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে অনুভব করি। সশ্রদ্ধ প্রণাম জানাই তোমাকে।