বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে আন্ডারগ্রাউন্ড পাওয়ার গ্রিড ক্যাবেল স্থাপনে দুর্ঘটনা, ক্যাবেল অক্ষত থাকার দাবি কর্তৃপক্ষের নওগাঁ ও সান্তাহার জনংশন এলাকায় রাত্রিকালীন সড়কের ছিনতাই অপরাধ প্রতিরোধে পুলিশের যৌথ মহড়া কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তায় মধ্যরাতেও টহলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জেলা শহর থেকে সেন্ট মার্টিনের দূরত্ব ১২০ কিলোমিটার-এ দ্বীপের আর্তনাদ শুনতে কি পাও মহাদেবপুরে নাদিম টেলিকমে চাঞ্চল্যকর চুরি, কিশোর চোর আটক নওগাঁয় সরিষা ক্ষেত থেকে আশরাফুল নামে এক যুবকের লাশ উদ্ধার নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’— শাকসু–ব্রাকসু সচলের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের স্লোগান নেত্রকোনায় নিরাপত্তার আশ্বাসে খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরেছে ভোটের আস্থা নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

ম্যারাডোনার জার্সিতে ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি!

স্পোর্টস ডেস্ক:

২০২৬ বিশ্বকাপ লিওনেল মেসি খেলবেন কি খেলবেন না, তা নিয়ে রয়েছে তুমুল গুঞ্জন। এসব গুঞ্জন তৈরি করেছেন খোদ মেসি নিজেই। বিশ্বকাপ জয়ের পর একবার বলেছিলেন পরের বিশ্বকাপ খেলবেন না, আরেকবার বলেছেন খেলবেন। এমনকি সর্বশেষ চীন সফরের সময়ও মেসি জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপ না খেলার সম্ভাবনাই বেশি তার।

তবুও ২০২৬ বিশ্বকাপ খেলার একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি করে রেখেছেনই। বিশেষ করে ইস্টাগ্রামে পোস্ট করা তার একটি ছবিই বলে দিচ্ছে, আগামী বিশ্বকাপের জন্য তিনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন।

১৯৯৪ সালে নিজের সর্বশেষ বিশ্বকাপ ম্যাচ যে জার্সি পরে খেলতে নেমেছিলেন দিয়েগো ম্যারাডোনা, সেই জার্সিটি পরেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন মেসি। এই ছবি পোস্ট করে মেসি কী ইঙ্গিত দিলেন? আগামী বিশ্বকাপ কী তবে তিনি ম্যারাডোনার এই জার্সি পরেই খেলতে নামবেন?

১৯৯৪ সালের বিশ্বকাপে সর্বশেষ গ্রিসের বিপক্ষে এই জার্সি পরেই খেলতে নেমেছিলেন ম্যারাডোনা। সর্বশেষ গোলও করেছিলেন তিনি। এরপর ডোপিংয়ের অভিযোগে বিশ্বকাপ থেকে দেশে ফেরত পাঠানো হয় এই কিংবদন্তিকে।

হঠাৎ সেই জার্সি পরে ছবি পোস্ট করে কী বোঝাতে চাইলেন মেসি? স্প্যানিশ দৈনিক মার্কা লিখেছে, ‘পরের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ম্যারাডোনা নিজের শেষ বিশ্বকাপ খেলেছেন যুক্তরাষ্ট্রে। মেসি এখন সেখানকার ঘরোয়া লিগেই খেলছেন। আবার ইন্টার মিয়ামির হয়ে খেলতে গিয়ে দারুণ ফর্মে রয়েছেন। সুতরাং, তিনি সেখানেই আরেকটা বিশ্বকাপ খেলার ইচ্ছা পোষণ করতে পারেন। মেসি কী সেই ইঙ্গিতটাই দিয়ে দিলেন?’

এর আগে অনেকবার মেসি জানিয়েছেন, ‘শেষ বিশ্বকাপ খেলে ফেলেছি কাতারে। মনে হয় না আরেকটা বিশ্বকাপ খেলব। দেখা যাক, ২০২৬ পর্যন্ত কী পর্যায়ে থাকি।’ জুলাইয়ের শুরুতে বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামার আগে পরের বিশ্বকাপ নিয়ে মেসি বলেছিলেন, ‘আসলে দেখতে চাই, সময়টা কেমন যায়। আমি মনে করি না যে, গত বিশ্বকাপটাই আমার শেষ ছিল। শুধু দেখতে চাই, সবকিছু কিভাবে এগিয়ে চলে। তবে, সাধারণভাবে বলতে হয়, আমি আগামী বিশ্বকাপটা হয়তো খেলছি না।’

এদিকে মেসির ঘনিষ্ঠ বন্ধু লুই সুয়ারেস জানালেন, দুই বন্ধুর একসঙ্গে অবসরের পরিকল্পনার কথা। বার্সেলোনায় দীর্ঘদিন খেলা দুজন যুক্তরাষ্ট্রে অবসর নিতে চান একসঙ্গে। উরুগুয়ের টেলিভিশন অনুষ্ঠান ‘পুনতো পেনাল’-এ সুয়ারেস বলেছেন, ‘মেসি আর আমার স্বপ্ন, একসঙ্গে অবসর ঘোষণা করা। বার্সেলোনায় এই পরিকল্পনা করি। এর কিছুদিন পর আমি গেলাম অ্যাতলেতিকায় আর মেসি পিএসজিতে। এরপর ঠিক করি যুক্তরাষ্ট্রে ক্লাব ফুটবল খেলে অবসর নেব। কিন্তু তেমন কিছু হচ্ছিল না। তবে এখন ও যুক্তরাষ্ট্রে খেলছে। অনেক খুশি দেখাচ্ছে মেসিকে। যে স্বপ্নটা দেখেছিলাম সেটা পূরণ হতেও পারে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com