বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর উদ্যোগে পাঞ ঞা জ্যোতি ভিক্ষু সংবর্ধিত  সিএমপি কমিশনারের প্রথম ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন ৮৪ জন সেবাপ্রত্যাশী আজ দেশে ফিরছেন লিবিয়ায় ‘বিপদগ্রস্ত’ ১৫৪ জন অভিবাসী পানছড়ির দূর্গম কচুছড়িতে ৩ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ চট্টগ্রামের সীতাকুন্ড থানার হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মেধাবীদের হাতে থাকলে দেশ পথ হারাবে না আগামীর বাংলাদেশ রাজশাহীতে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত নওগাঁর দোহালী গ্রামে নিধূরাম নামে এক কৃষকের সাপের কামড়ে মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীর অভিভাবকহীন ছাত্রলীগের দায়সারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দীর্ঘ ৪ বছরেও কমিটি না হওয়ায় অভিভাবকহীন হয়ে পড়েছে রৌমারী উপজেলা ছাত্রলীগ। ঝিমিয়ে পড়েছে উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম। দায়সারা ভাবে উদযাপন করা হচ্ছে বিশেষ বিশেষ দিবস গুলো।

বুধবার ছিল ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সকালে কর্মসূচী পালন করে উপজেলা ছাত্রলীগের মাত্র ২৫ থেকে ৩০ জন কর্মী-সমর্থক। তবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাদের কার্যক্রম। হয়নি কোনো আনন্দ শোভাযাত্রা, অনুষ্ঠানে দেখা যায়নি উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের কোনো নেতাকর্মীকে। তৃণমূল ছাত্রলীগের দাবি দীর্ঘদিন কমিটি না থাকায় এমন অবস্থা বিরাজ করছে রৌমারীতে।

এসময় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মোহাম্মদ বিল্লাল হোসেন, মাসুকুর রহমান বিপ্লব, মোহাম্মদ আবু রায়হান, মোঃ ফরহাদ হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ সাজেদুল ইসলাম, মোহাম্মদ ইমরান খানসহ উপজেলার ২৫ থেকে ৩০ জন ছাত্রলীগকর্মী উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০১৮ সালের আগস্ট মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোহেল-তুষারের নেতৃত্বাধীন রৌমারী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা কমিটি। পরে ২০১৯ সালের ১৭ নভেম্বর এক বছরের জন্য উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুজ্জামান রাকিব ও সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনি। ওই কমিটিতে সভাপতি পদে মাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সোহেল রানার নাম ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার এক ঘণ্টা পার হতে না হতেই প্রমাণিত অভিযোগ থাকায় তা বিলুপ্ত ঘোষণা করে জেলা কমিটি। তখন থেকে কমিটিশূন্য রৌমারী উপজেলা ছাত্রলীগ।

নাম প্রকাশে অনিচ্ছুক রৌমারী উপজেলা ছাত্রলীগের এক নেতা বলেন, দীর্ঘদিন উপজেলা ছাত্রলীগের কমিটি না থাকায় তৃণমূল ছাত্রলীগের কর্মীদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। স্থানীয় আওয়ামীলীগের সহযোগিতা না থাকায় ছাত্রলীগ কর্মীদের মধ্যে অনীহা দেখা দিয়েছে।

ছাত্রলীগের আরেক নেতার দাবি, ২০১৯ সাল থেকে উপজেলা ছাত্রলীগের যত কর্মসূচি হয়েছে, তা নিজ দায়িত্বে পালন করছেন ছাত্রলীগের কর্মীরা। তিনি আক্ষেপ করে বলেন, স্থানীয়ভাবে বিষয়টি দেখার কেউ নেই। আওয়ামীলীগের কোনো নেতা তাদের খোঁজখবর নেন না। সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব প্রতিষ্ঠা বার্ষিকীতে তা করা হয়েছে।

দাঁতভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, উপজেলা কমিটি না থাকায় আমরা কোথাও গিয়ে দাড়াতে পারি না। অভাব-অভিযোগের কথাও বলতে পারি না। কেউ পাত্তাও দেয় না। সবাই এড়িয়ে যায়। এতে অসহায় হয়ে পড়েছে তৃণমূল ছাত্রলীগের কর্মী-সমর্থকরা।

বিষয়টি নিয়ে কথা হলে যাদুরচর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন কমিটি না থাকায় ছাত্রলীগের পরিচয় দিতে না পারা হাজারো কর্মী-সমর্থকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যাদের কারণে ঝুলে রয়েছে ছাত্রলীগের কমিটি আওয়ামী পরিবারের আগামী প্রজন্ম তাদের কখনো ক্ষমা করবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামীলীগের এক নেতা জানান, ছাত্রলীগের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ পত্র পাওয়া যায়নি। আর এখানে ছাত্রলীগে গ্রুপিং রয়েছে। যার কারণে তাদের অনুষ্ঠানে কেউ যেতে চান না।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কমিটি না থাকার কথা স্বীকার করেন জানান, উপজেলা ছাত্রলীগের কমিটি দ্রুত দেওয়ার জন্য ওপরের নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, দলীয় গঠণতন্ত্রের ধারাবাহিকতা রয়েছে। কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথাও হয়েছে। কমিটি দেয়ার জন্য এরই মধ্যে সিভি (জীবন বৃত্তান্ত) আহ্বান করা হয়েছে। সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুতই কমিটি দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com