বুধবার ছিল ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সকালে কর্মসূচী পালন করে উপজেলা ছাত্রলীগের মাত্র ২৫ থেকে ৩০ জন কর্মী-সমর্থক। তবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাদের কার্যক্রম। হয়নি কোনো আনন্দ শোভাযাত্রা, অনুষ্ঠানে দেখা যায়নি উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের কোনো নেতাকর্মীকে। তৃণমূল ছাত্রলীগের দাবি দীর্ঘদিন কমিটি না থাকায় এমন অবস্থা বিরাজ করছে রৌমারীতে।
নাম প্রকাশে অনিচ্ছুক রৌমারী উপজেলা ছাত্রলীগের এক নেতা বলেন, দীর্ঘদিন উপজেলা ছাত্রলীগের কমিটি না থাকায় তৃণমূল ছাত্রলীগের কর্মীদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। স্থানীয় আওয়ামীলীগের সহযোগিতা না থাকায় ছাত্রলীগ কর্মীদের মধ্যে অনীহা দেখা দিয়েছে।
ছাত্রলীগের আরেক নেতার দাবি, ২০১৯ সাল থেকে উপজেলা ছাত্রলীগের যত কর্মসূচি হয়েছে, তা নিজ দায়িত্বে পালন করছেন ছাত্রলীগের কর্মীরা। তিনি আক্ষেপ করে বলেন, স্থানীয়ভাবে বিষয়টি দেখার কেউ নেই। আওয়ামীলীগের কোনো নেতা তাদের খোঁজখবর নেন না। সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব প্রতিষ্ঠা বার্ষিকীতে তা করা হয়েছে।
দাঁতভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, উপজেলা কমিটি না থাকায় আমরা কোথাও গিয়ে দাড়াতে পারি না। অভাব-অভিযোগের কথাও বলতে পারি না। কেউ পাত্তাও দেয় না। সবাই এড়িয়ে যায়। এতে অসহায় হয়ে পড়েছে তৃণমূল ছাত্রলীগের কর্মী-সমর্থকরা।
বিষয়টি নিয়ে কথা হলে যাদুরচর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন কমিটি না থাকায় ছাত্রলীগের পরিচয় দিতে না পারা হাজারো কর্মী-সমর্থকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যাদের কারণে ঝুলে রয়েছে ছাত্রলীগের কমিটি আওয়ামী পরিবারের আগামী প্রজন্ম তাদের কখনো ক্ষমা করবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামীলীগের এক নেতা জানান, ছাত্রলীগের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ পত্র পাওয়া যায়নি। আর এখানে ছাত্রলীগে গ্রুপিং রয়েছে। যার কারণে তাদের অনুষ্ঠানে কেউ যেতে চান না।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কমিটি না থাকার কথা স্বীকার করেন জানান, উপজেলা ছাত্রলীগের কমিটি দ্রুত দেওয়ার জন্য ওপরের নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, দলীয় গঠণতন্ত্রের ধারাবাহিকতা রয়েছে। কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথাও হয়েছে। কমিটি দেয়ার জন্য এরই মধ্যে সিভি (জীবন বৃত্তান্ত) আহ্বান করা হয়েছে। সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুতই কমিটি দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF