পাবনায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট।
আজ (২৫ জুলাই) সোমবার সকালে আনন্দ মিছিলটি শহরের মহিষেডিপু থেকে বের হয়ে শহরের আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে অনন্ত বাজার মোড়ে এসে শেষ হয়।
পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন সুজন,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মহিম চৌধুরী সুমিত,সাবেক যুগ্ম-সম্পাদক বাপ্পি সরদার,সাবেক সহ-প্রচার সম্পাদক বাহার শাহরিয়ার, পাবনা সদর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আরজু শেখ, যুবদল নেতা মোঃ লিটন শেখ,পাবনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক যুবনেতা শাকিল মাহমুদ শিমুল,পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা রাশেদ রানা,যুবদল নেতা সানাউল্লাহ সজিব,রুমন হাসান সহ প্রমুখ।
আনন্দ মিছিলে পাঁচ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে নেতাকর্মীরা তসলিম হাসান খান সুইটকে পাবনা জেলা যুবদলের সভাপতি পদ আসীন করার দাবি জানান।