মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
পাবনার আতাইকুলা থানাধীন পীরপুর গ্রামে আফাজ উদ্দিন মাস্টার এর জায়গার উপর মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ কর্তৃক নিষেধাজ্ঞা সত্ত্বেও ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় আতাইকুলা থানার পীরপুর গ্রামের মোঃ ইসমাইল হোসেনের বিরুদ্ধে ল্যান্ড সার্ভে টাইবুর্নালে ১৩৫০/১৬ নং মোকদ্দমা করে উক্ত মোকদ্দমা নামঞ্জুর হইলে তিনি মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করেন মামলা নং ৩৪৯৮/২০২১ তাতে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে দালান নির্মাণের কাজ বন্ধ রাখার জন্য তাহার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয় কিন্তু ইসমাইল হোসেনের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও অদ্মাবদী আইনের তোয়াক্কা না করে কাজ চলমান রেখেছেন।
জমির অপরপক্ষ আফাজ উদ্দিন মাস্টার জানান , কাজ চলমান নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি আমার জমির উপর সম্পূর্ণ অন্যায় ভাবে ভবন নির্মাণের কাজ করেই যাচ্ছে, এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হইলে তারা কোন ব্যবস্থাই নিচ্ছেন না