শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের শিকাগোর উপকণ্ঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার (৪ জুলাই) স্বাধীনতা দিবস উপলক্ষে হাইল্যান্ড পার্ক শহরে কুচকাওয়াজ চলছিল। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। কুচকাওয়াজ শুরুর ১০ মিনিট পর বন্ধ করে দেওয়া হয়।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রবার্ট ই ক্রিমো নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
হাইল্যান্ড পার্ক শহর কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে সন্দেহভাজন হামলাকারী কুচকাওয়াজের অনুষ্ঠানে হামলা চালান। আশপাশের কোনো ভবনে ছাদ থেকে ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বন্দুকধারীর হামলায় ৬ জন নিহত হয়েছেন।