সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
মহামারী করোনার অমঙ্গল কাটিয়ে মঙ্গলকে সামনে নিয়ে আজ (১৫ জুন) বুধবার টাঙ্গাইল জেলায় নাগরপুর উপজেলার অন্তর্গত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সম্মানিত সভাপতি মীর ওবায়েদ স্কুল এন্ড কলেজ এর সম্মানিত প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মীর ওবায়েদ হোসেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক, তরুণ প্রজন্মের অহংকার,মেধাবী ব্যক্তিত্ব, উদীয়মান শিক্ষাবিদ, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও সূর্য আইডিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক গোলাম মোস্তফা গোলাম।
উক্ত আলোচনা সভায় নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির অন্তর্ভুক্ত সকল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা/ অধ্যক্ষ/ পরিচালক উপস্থিত ছিলেন।মূলত এই আলোচনা সভার মূল বিষয় ছিল করোনাকালীন সময়ে কিন্ডারগার্টেনের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি হতে কিন্ডারগার্টেন কে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি অতি অল্প সময়ের মধ্যেই আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ আয়োজন করবে এবং ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্মাননা প্রদান করা হবে।উল্লেখ্য যে, করোনাকালীন সময়ের জন্য এই বৃত্তি সম্মাননা প্রদান স্থগিত ছিল।এসকল অনুষ্ঠানের প্রস্তুতিমূলক প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাগরপুর কিন্ডারগার্টেন সমিতির সম্মানিত প্রধান উপদেষ্টা নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নয়ান খান মেমোরিয়াল কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ বাবু অমলেন্দু সোম রায়।
অনুষ্ঠানে প্রত্যেকটি কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ, পরিচালকগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন।আলোচনা সভা শেষে সম্মানিত সভাপতি মহোদয়ের উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা সভা শেষ করেন।