সোমবার, ১৯ মে ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
নরসিংদীর রায়পুরায় কাজী বশির ও উত্তর বাখর নগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দুটি প্রতিষ্ঠানের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ (১৪ জুন) সকালে নরসিংদীর রায়পুরার পৃথক স্থানে মরজাল ও উত্তর বাখর নগর বিদ্যালয় মাঠে দুটি প্রতিষ্ঠানের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য,কাজী বশির ও উত্তরবাখর নগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দুটি প্রতিষ্ঠানের সভাপতি, ওয়ান্ডার পার্ক এন্ড ইকো রির্সোট এর ব্যবস্থাপক, মানবিক নেত্রী শিক্ষাবিদ লাইলা কানিজ লাকী।
লাকী বলেন, মরজাল কাজী বশির ও উত্তরবাখর নগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় দুটি প্রতিষ্ঠানের এস এস সি পরিক্ষার্থীরা গোল্ডেন এ প্লাস ও এ প্লাস সহ শতভাগ পাশ করে বিগত দিনের ন্যায় এ পরিক্ষায় ছাত্র-ছাত্রীরা আরো ভাল ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে হবে। শিক্ষক ও মা-বাবার সু-সন্তানরা ভাল ভাবে লেখাপড়া করে পরিক্ষার সকল নির্দেশনা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারলে একজন শিক্ষার্থী সম্মানজনক পাশ করা তার জন্য সহজ হবে। পরিক্ষায় পাশ করে উচ্চ শিক্ষা লাভের পাশাপাশি নম্র, ভদ্র ও ভাল মানুষ হওয়ার জন্য শিক্ষক সহ অভিভাবকের সাথে ভাল ব্যবহার করতে হবে। মরজাল কাজী বশির ও উত্তরবাখর নগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় দুটি প্রতিষ্ঠানের শিক্ষার মান আরো বৃদ্ধি করে,অবকাটামোগত উন্নয়ন, অনিয়ম দুর্ণীতি বন্ধ করে,স্বচ্ছতা জবাব দিহিতা নিশ্চিত করতে উক্ত কমিটির সকল নেতৃবৃন্দের দোয়া নিয়ে এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। বিগত দিনে নিজের অর্থ,শ্রম,মেধা দিয়ে এলাকার মানুষের জন্য আমি করোনা কালিন সহ বিভিন্ন সময় আমার সাধ্য মতে দান খয়রাত করে অনেক উন্নয়ন মুলক কাজ করেছি। আমার বিশ্বাস এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়বে।
তিনি আরো বলেন, নারী নির্যাতন,মাদক,জুয়া, ইপটিজিং,বাল্য বিবাহ সহ অসামাজিক কর্মকান্ড এবং অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে। আল্লাহর হুকুম,মহানবীর (স:) এর সুন্নত মোতাবেক নিজেদেরকে প্রতিষ্ঠা করে,ইসলামী মুল্যবোধ গড়ে তুলতে হবে। আগামী দিনে সমাজের ভাল কাজ করে আমাদের সামনে আগাতে হবে, ইমানী দায়িত্ব হিসেবে দেশের মানুষের জন্য ভাল কাজ করতে হবে। এ দুনিয়াতে বেশী বেশী নেক আমল সঞ্চয় করতে পারলে আমাদের শেষ ঠিকানা পরপার আখেরাতে ভালভাবে থাকা যাবে। আমরা সবাই ইমানী দায়িত্ব হিসেবে সমাজের আরো ভাল কাজ করে,আল্লাহর রাস্তায় বেশী বেশী দান খয়রাত ও ছদকা করে আল্লাহ পাকের অশেষ রহমত অর্জন করতে হবে। দেশের সামাজিক প্রতিষ্ঠান সহ এলাকাবাসীর সেবা করতে পারি সকলের কাছে দোয়া প্রার্থনা করি।