সোমবার, ১৯ মে ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
আগামীকাল বুধবার টাঙ্গাইলের ২০টি ইউপি নির্বাচনে ইভিএমে ও একটি ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ব্যালট পেপারে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সুষ্ঠ নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহন করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার দুপুর থেকে ইভিএমসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হস্তান্তর শুরু হয়।
প্রিজাইডিং কর্মকর্তারা সংশ্লিষ্ঠ উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃংখলা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্র গুলোতে নিয়ে যাচ্ছেন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদলত টহলে আছে।