বাংলাদেশ প্রতিদিন খবর
- রবিবার ৫ জুন, ২০২২ / ৩০৩ জন দেখেছে
নীলফামারীতে শক্তির জোর দেখিয়ে ১০ শতাংশ জমি দখলে নেয়ার অভিযোগ উঠেছে ক্লাসিক্যাল হ্যান্ড মেইড প্রোডাক্ট বিডি লিমিটেড এর বিরুদ্ধে, ঘটনা নীলফামারী গোড়গ্রাম ইউনিয়নের হাজিগঞ্জ কীর্তিনীয়া পাড়ার এক হিন্দু সম্প্রদায়ের অভিযোগে বলা হয়েছে।
নির্ধারিত সীমানার পিলার ভেঙে জোরপূর্বক জমিতে বালু ফেলে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে উক্ত কোম্পানীর কর্মচারী মুহাম্মদ বাশার ও ওমর ফারুক। এর পূর্বে তারা মৃত মধুসূদন রায় এর ছেলে পরিতোষ ,আশুতোষ, দিগম্বর, বুলু এই পরিবারের তিন শতক জমি দখল করে নিয়েছে। কীর্তনীয়া পাড়ায় ক্লাসিক্যাল হ্যান্ড মেইড প্রোডাক্ট বিডি লিমিটেড কোম্পানীর আরও একটি নতুন ইউনিট খোলার জন্য ৬০ শতাংশ জমি ক্রয় করে স্থানীয় এক ব্যক্তির কাছে ক্রয় কৃত তাদের জমির সাথে লাগোয়া রাস্তার পাশে ফিফা আকারে ১০ শতক জমি নিজেদের দাবি করে উক্ত কোম্পানীর ম্যানেজ ম্যান্টলোক।
ভুক্তভোগী পরিতোষ রায় জানান, আমাদের জমির ৮২৭/ ৭৬১ দাগে ১০ শতক জমি ৭৬০ দাগে ঢুকিয়ে নেয়ার পাঁয়তারা করছে আমরা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি । এর আগেও আমরা ওই কোম্পানীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি ।
ক্লাসিক্যাল হ্যান্ড মেইড প্রোডাক্ট বিডি লিমিটেড কোম্পানির কো-অর্ডিনেটর ওমর ফারুক জানান জমিটি যেহেতু সরাকারী রাস্তার, ওদের তো নয় এ কারণে এটি আমরা দখলে নিচ্ছি ।