বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
সোমবার (৩০ মে) নগরীর দ্য কিং অব চিটাগাংয়ে অনুষ্ঠিত নগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনজনকে প্রাথমিক সদস্য পদ দিয়েছে আওয়ামী লীগ।
তারা হলেন- চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্ছু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকা ও ফরিদ মাহমুদ।
এ ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মাহমুদ স্বপন।
তিনি বলেন, দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর যুবলীগের দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্ছু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকা ও ফরিদ মাহমুদ। তাদের বয়স হয়েছে। তারা আওয়ামী লীগে যোগদান করতে চান। তাদের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।
সেই সঙ্গে যারা দীর্ঘদিন যুবলীগের রাজনীতি করেছেন আপনারাও যদি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করতে চান আপনারাও চলে আসুন। আপনাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দরজা সব সময় খোলা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক কাজী মো.মাজহারুল ইসলাম, মো.সাইফুর রহমান সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী ও কার্যনির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট