বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
ঝালকাঠিতে ধর্মীয় প্রেক্ষাপটে পুরোহিতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় ঝালকাঠি জেলায় ২৫ জনকে নিয়ে হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবা এবং ভূমি আইন , আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়ে ৯ দিন ব্যাপী ধারাবাহিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।
প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের শ্রীমতি চম্পা সেন জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ কার্যক্রম, বরিশাল আঞ্চলিক কার্যালয় এর সভাপতিত্বে জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ কার্যক্রম বরিশাল আঞ্চলিক শাখার শ্রী জয়ন্ত চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি শাখার সভাপতি ডাঃ অসীম কুমার সাহা,সাধারণ সম্পাদক শ্রী তরুন কর্মকার,সহ-সভাপতি নির্মল কুমরা তরুনী,ইঞ্জিঃ দীলিপ হাওলাদার ও ইঞ্জিনিয়ার অশীত কুমার সাহা প্রমুখ।
বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে আগামী বিশ্বের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এ ট্রেনিং। এই ট্রেনিং এর মাধ্যমে হিন্দু পুরোহিতদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে দক্ষতা বৃদ্ধি পাবে।