বাংলাদেশ প্রতিদিন খবর
- শনিবার ২৮ মে, ২০২২ / ৯২ জন দেখেছে

শনিবার (২৮শে মে ) বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশ অনুযায়ী নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নাগরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি মো: শাজাহান মিয়া। বর্ধিত সভা সঞ্চালনা করেন নাগরপুর সদর ইউনিয়নের সম্পাদক মোঃ লিয়াকত শিকদার।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী, সংগ্রামী শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ারের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু ।
বিশেষ অতিথি হিসেবে অলংকৃত করেন বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর উপজেলা শাখার অন্যতম উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব খুরশিদ আলম বাবুল।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগের সভাপতি,সম্পাদক মহোদয় বক্তৃতা রাখেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন, সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ভুলে যার যার অবস্থান থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে।সংগঠনের দায়িত্বে কে আছে, কে থাকবে, কে নাই এইটা না দেখে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীক নিয়ে যেই আসুক সকলকে একযোগে কাজ করে বিজয়ী লাভ করতে হবে।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নাগরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে অত্র বর্ধিত সভার সম্মানিত সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।