বাংলাদেশ প্রতিদিন খবর
- বুধবার ২৫ মে, ২০২২ / ৯৫ জন দেখেছে

টাঙ্গাইলেরর মির্জাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান(অনুর্ধ-১৭) গোল্ডকাপ ফুটবল ফাইনালে উয়ার্শী ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে উয়ার্শী ২-০ গোলে মির্জাপুর পৌরসভা একাধশকে পরাজিত করে।
বিজয়ী দলের আজিম হোসেন সেরা খেলোয়ার বিবেচিত হন।
খেলা শেষে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসকময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিকশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু শালেহ মাসুদ করিম, উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ, সাধারন সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক প্রমুখ।
টুর্ণামেন্টে উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভার দুইটি দলসহ মোট ১৬ টি দল অংশগ্রহন করে। একই মাঠে গত ১৮ মে নক আউট পদ্ধতিতে এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয় বলে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।