শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় উপজেলা প্রশাসন কতৃক জনশুমারী(আদমশুমারী) ও গৃহ গননা বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিসংখ্যান অফিস এ অবহিত করণ সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার এমএ কাশেম। এছাড়াও পরিসংখ্যান সহকারী মোস্তাফিজুর রহমান লিজন ব্যাপারী, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৫ থেকে ২১ জুন সারা দেশব্যাপি জনশুমারী ও গৃহগণনা শুরু হবে। কেউ যাতে গণনা থেকে বাদ না পরে এজন্য অবহিত করণ সভার আয়োজন করা হয় এবং সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে বলা হয়।