শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
শ্রীমঙ্গলের স্বনামধন্য আলাবক্স পরিবারের চতুর্থ সন্তান নিউইয়র্ক প্রবাসী সমাজসেবক মোস্তাক এলাহী চমনের একমাত্র পুত্র রাহাত বক্স এলাহী নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে সাফল্যের সাথে ২০২১ সালে গ্রাজুয়েশন লাভ করে করোনা পরিস্থিতির কারণে গতবছর সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। এবার গত ১৮ মে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ বিশাল আয়োজন করে পরিবার পরিজনের উপস্থিতিতে সমাবর্তনের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। এছাড়াও মোস্তাক এলাহী চমনের জেষ্ঠ কন্যা সন্তান তাসনিমা এলাহী রিয়া আমেরিকার সানি ডাউনস্টেট হেলথ সাইন্স ইউনিভার্সিটি থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করে বর্তমানে ঐতিহ্যবাহী স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয় হাসপাতাল (এসবিইউইচ) (স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার) কর্মরত। এক বার্তায় মোন্তাক এলাহী চমন কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রীমঙ্গলবাসীর কাছে ছেলে ও মেয়ের জন্য দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।