বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে ৫০পিছ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। আটক মাদক কারবারির নাম মো. আব্দুল্লাহ। সে সিলেট জেলার জকিগঞ্জ থানার জামডহর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে।
শনিবার (২৩ এপ্রিল) বিকাল ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ সহ একটি ফোর্স বড়লেখা উপজেলা স্বাস্থ্য হাসপাতালের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, বড়লেখা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।