সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নদীতে ডুবে রাব্বী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের তীরনই নদীতে এ ঘটনা ঘটে। মৃত শিশু রাব্বী একই ইউনিয়নের রুপগঞ্জ গ্রামের জাকির হোসেনের ছেলে।
জাকির হোসেন বলেন, বিকালে রাব্বী প্রতিবেশী শিশুদের সাথে খেলার ফাঁকে হারিয়ে যায়। কোন সময় নদীর পানিতে পড়ে গিয়েছিল কেউ বুঝতে পারেনি। খোজাখুজির এক পর্যায়ে নদীর ধারে আমার স্ত্রী হোসনেয়ারা বেগম ভাসমান লাশ দেখতে পায়।
পরিবার বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ বলেন, শিশুটি খেলতে খেলতে নদীর পানিতে পড়ে গিয়েছিল। পরে তার মা খোজাখুজির সময় নদীতে তার মা ভাসমান লাশ দেখতে পাই। তবে শিশুটির পরিবার কারো বিরুদ্ধে কোন অভিযোগ দেয়নি। স্থানীয় ইউপি সদস্য ও তার পরিবার শিশুটিকে দাফনের জন্য অনুমতি চেয়ে আবেদন করে। মানবিক দৃষ্টিতে আমরা একটি অপমৃত্যুর মামলা করে শিশটিকে দাফনের অনুমতি দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন ।