শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরা বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ থেকে গয়গড় গ্রামের মফিজ মিয়ার ছেলে আব্দুল মালিক (৩৫) ও দাশপাড়া গ্রামের সিদ্দিকুর রহমাসের ছেলে সোহরাব হোসেন সোহাগ (৩৮)কে আটক করে। পরে আটককৃত দুই মাদক কারবারির কাছ থেকে ২৫০পিছ ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।