বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার ৩’। মনীশ শর্মা পরিচালিত বিগ বাজেটের অ্যাকশন সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে। এতে সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে একসঙ্গে দেখা যাবে।
ভারতীয় গণমাধ্যমে জানা যায়, ফ্র্যাঞ্চাইজি তারকা সালমান এ সিনেমার শুটিংয়ে আরেকটি ভূমিকা পালন করেছেন। অ্যাকশন পরিচালকের দায়িত্ব নিয়েছেন তিনি। বিশেষ করে ক্যাটরিনাকে কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্যে সাহায্য করতে এগিয়ে আসেন সালমান।
ক্যাটরিনা সিনেমায় কয়েকটি অ্যাকশন দৃশ্যে কিছু ডাবল ফ্লিপ করেছেন। এই কঠোর অ্যাকশন দৃশ্যগুলোর সময় সালমান একজন অ্যাকশন পরিচালকের দায়িত্বে ছিলেন।
এর আগে ‘টাইগার ৩’ ছবির একটি টিজার ভিডিও প্রকাশ করা হয়। সেখানে ক্যাটরিনার কিছু অ্যাকশন দৃশ্যের আভাস মিলেছে।সালমান-ক্যাটরিনার সঙ্গে ছবিটিতে আরও অভিনয় করেছেন ইমরান হাশমি।