রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
চট্টগ্রামের লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় সিলেট শ্রীমঙ্গল ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৬-৫ গোলে হারিয়ে ২য় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমী ।
গত (৮মার্চ) বুধবার বিকেলে টানটান উত্তেজনাপূর্ণ উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৮০ মিনিটের খেলার প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে কোন গোল করতে পারে নাই উভয় দল।পরে খেলা ট্রাইবেকারে গড়ায়।
খেলায় প্রধান অতিথি ছিলেন চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন জনু কোম্পানি টুর্নামেন্টে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সরওয়ার কোম্পানি।
বিশিষ্ট ব্যবসায়ী নুরুল কবির কোম্পানির সভাপতিত্বে। অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টে সদস্য সচিব মাস্টার এসকে সামশুল আলম,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ও সাবেক প্রধান শিক্ষক সুজিত পাল, লোহাগাড়া উপজেলা আ.লীগ নেতা এইচ এম গণি সম্রাট, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছালাম, বীর মুক্তিযােদ্ধা রফিক দিদার,মাষ্টার সুজিত কুমার পাল,বান্দরবান জেলা ফুটবলের প্রতিনিধি মুহাম্মদ নাছির উদ্দিন,মোস্তফিজুর রহমানসহ ক্রীড়ামােদী সব শ্রেণী পেশার দদর্শকবৃন্দ প্রমুখ।
খেলা পরিচালনায় রেফারীর দায়িত্বে ছিলেন বিশ্বজিত সাহা, সহকারী রেফারি শাহেদু হক,মো:জিয়া,মো:শাহেন শাহ,।খেলায় ধারা বর্ণানা করেন- জনপ্রিয় ধারাভাষ্যকার মো. আব্দুল মন্নান আজাদ ও মো. কাইছার হামিদ।জমজমাট এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন পেকুয়া উপজেলা ফুটবল একাদশের গোর রক্ষক তানিম।