শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ফয়সাল আহমেদ, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৯ডিসেম্বর-২৫) বিকেলে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি বালুবাহী ট্রাক জব্দ করা হয় ও বালু উত্তোলনে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) অকার্যকর করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর খান ও সেনাবাহিনীর সদস্যরা। প্রশাসনের উপস্থিতিতে অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে বিক্রি করে আসছিলো। এতে নদীর তীর ভাঙনসহ পরিবেশ ও নৌপথে ঝুঁকি সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
এবিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও জনস্বার্থবিরোধী কোনো কার্যক্রম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।