বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম দক্ষিণ সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: বনকর্মীর ওপর হামলা, আটক ২ নবীনগরে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ৪ নারীকে সম্মাননা আরপিও সংশোধন: পোস্টাল ব্যালট বাতিল হবে কখন, গণনা কীভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি শরীয়তপুরের ডামুড্যায় নানান আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন ভুঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের জরুরি সভা অনুষ্ঠিত সরাইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মঞ্জুর কাদের ভূঁইয়া মৌলভীবাজার মুক্ত দিবস পালন, শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা সাংবাদিকতা-আইন পেশায় যুক্ত হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

ঘুষ-দুর্নীতির রসের হাঁড়ি সাতকানিয়া উপজেলা ভূমি অফিস

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ভূমি অফিস ঘুষ দুর্নীতি বন্ধ হবে কবে-? পর্দা ভেদ করে দুর্নীতির গোমড় একে একে ফাঁস হয়ে যাচ্ছে। পর্দার পর্দা ছিল না বলে পর্দা কাহিনী জেনে গেছে সাতকানিয়ার জনগণ। সাতকানিয়া উপজেলা ভূমি অফিস—সরকারি অফিস, কিন্তু কাজের গন্ধে নয়, ঘুষের দুর্গন্ধে এখন ভরপুর। ভূমি সংক্রান্ত যেকোনো কাজ করতে গেলে মানুষের হাতে আগে কাগজ নয়, গুনতে হয় টাকার বান্ডিল। অভিযোগ উঠেছে, এই ঘুষ বাণিজ্যের মূল নায়ক নাজির কাম ক্যাশিয়ার রিমন বড়ুয়া। ভুক্তভোগীরা জানালেন, শুনানির তারিখ ঠিক করতে হলে রিমন বড়ুয়ার হাতে নগদ টাকা গুনতে হয়। টাকা না দিলে তারিখের জন্য মাসের পর মাস ঘুরতে হয় অফিসে। কেউ যদি ঘুষ না দেয়, সে ফাইল পড়ে থাকে বছরের পর বছর। শুনানির পর রায়ের কপি পেতেও দিতে হয় একই অঙ্কের টাকা। আইন অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে রায়ের কপি পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয় না। রিমনের পকেটে ঘুষের টাকা না ঢুকলে কপির জন্য হাহাকার করলেও কাজ হয় না। সরকারি ফি’র বাইরে এভাবে খোলাখুলি ঘুষ দাবি এখন যেন নিয়মে পরিণত হয়েছে সাতকানিয়া ভূমি অফিসে। মানুষ বলছে—এ অফিসে ন্যায্য কাজও করতে হলে ঘুষের টাকার গন্ধ না ছড়ালে ফাইল নড়ে না! ভূমি অফিসের কাজ করতে যাওয়া সাধারণ মানুষ বলছে, ফি তালিকায় যেটা লেখা আছে, সেটা শুধু নামেই আছে। বাস্তবে কাজ করতে গেলে আগে রিমন বড়ুয়ার হাতে গুনতে হয় নগদ টাকা। শুনানির তারিখ দিতে গেলে ৫ হাজার টাকা না দিলে তারিখই পড়ে থাকে বছরের পর বছর। মামলা পেন্ডিং, মানুষ দৌড়াচ্ছে—তবু কাজের গতি নেই। শুনানির পর যখন রায়ের কপি দরকার হয়, তখনও একই কাণ্ড। সরকারি ফি মিটিয়েও রায়ের কপি পেতে হয় ঘুষের পাহাড় পেরিয়ে। ৫ হাজার না দিলে মাসের পর মাস পচে যায় ফাইল, আর কপির জন্য মানুষ ঘুরতে থাকে।

নোমান নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, ভূমি অফিসে গিয়ে মনে হয় আমরা দেশের নাগরিক না, ভিক্ষুক। শুনানির তারিখ নিতেও ঘুষ, রায়ের কপি নিতেও ঘুষ—এ কেমন রাষ্ট্র! তার পরিবার থেকে রিমন বড়ুয়া মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান তিনি। এছাড়া জিটিভির সাংবাদিক হারুন আর রশিদ জানান, তার এক নিকটাত্মীয় থেকে রিমন বড়ুয়া সাত হাজার টাকা ঘুষ নিয়েছেন। নাজির কাম ক্যাশিয়ার রিমন বড়ুয়ার নামেই এখন ক্ষুব্ধ মানুষের আঙুল উঠছে। তার বিরুদ্ধে অভিযোগ—তিনি শুধু ঘুষ নিচ্ছেন না, বরং ঘুষের নিয়ম বানিয়ে ফেলেছেন। ভুক্তভোগীরা বলছেন, রিমনের হাতে টাকা দিলে ফাইল চলে যায় উপরে, না দিলে ফাইলের ধুলোও ঝাড়ে না কেউ। অনেকেই জানালেন, সরকারি নিয়মকানুন না জেনেই তাকে মানতে হচ্ছে, কারণ তার হাতে ক্ষমতা—ফাইল ধরে রাখার, কাজ আটকে দেওয়ার ক্ষমতা। মানুষের ক্ষোভ আর আর্তনাদ প্রতিদিন সাতকানিয়া ভূমি অফিসে ভিড় করছে অসংখ্য মানুষ। কেউ আসছে জমির কাগজ ঠিক করতে, কেউ মামলার তারিখের জন্য, কেউ রায়ের কপি হাতে পেতে। কিন্তু সবার মুখে এক কথা—“ঘুষ ছাড়া কাজ হয় না।” এক বয়স্ক মানুষ বললেন, বাধ্য হয়ে আমি জীবনে প্রথমবার জমির কাগজের জন্য ঘুষ দিতে হলো। না দিলে কাজই হচ্ছিল না। দেশের স্বাধীনতা হলো আমাদের জন্য—নাকি ঘুষখোরদের জন্য? এ বিষয়ে রিমন বড়ুয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com