বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম দক্ষিণ সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: বনকর্মীর ওপর হামলা, আটক ২ নবীনগরে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ৪ নারীকে সম্মাননা আরপিও সংশোধন: পোস্টাল ব্যালট বাতিল হবে কখন, গণনা কীভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি শরীয়তপুরের ডামুড্যায় নানান আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন ভুঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের জরুরি সভা অনুষ্ঠিত সরাইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মঞ্জুর কাদের ভূঁইয়া মৌলভীবাজার মুক্ত দিবস পালন, শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা সাংবাদিকতা-আইন পেশায় যুক্ত হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় অবরোধ-আগুন-বিক্ষোভ

মো. সেলিম উদ্দিন খাঁন

বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী, জলিল গেট ও বায়েজিদ লিংক রোড এলাকায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ঘোষণায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবর শাহ আংশিক) আসনে আসলাম চৌধুরী মনোনয়ন পাননি। ওই আসনে মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন। মনোনয়ন ঘোষণার পর পরই উপজেলা উত্তপ্ত হয়ে ওঠে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর পরই কয়েক হাজার নেতা-কর্মী সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসলাম চৌধুরীর পক্ষে নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন। এ সময় উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

 

উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেছেন, ‘আসলাম চৌধুরী দীর্ঘ ৯ বছর কারাগারে ছিলেন। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার মতো ত্যাগী নেতা দলে কম আছেন। সীতাকুণ্ড অর্থাৎ চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর কোনো বিকল্প নেই। অথচ ভুল সিদ্ধান্তে মনোনয়ন দেওয়া হয়েছে কাজী সালাউদ্দিনকে!’

 

তিনি আরও বলেন, ‘দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাইকমান্ডকে দ্রুত এ বিষয়ে পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছি।’

 

বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, ‘সন্ধ্যা ৭টার পর থেকে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করতে শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। আমরা চেষ্টা করি তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে।’

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৯টা ৫০) সড়কে যান চলাচল বন্ধ ছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com