মো. সেলিম উদ্দিন খাঁন
বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী, জলিল গেট ও বায়েজিদ লিংক রোড এলাকায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ঘোষণায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবর শাহ আংশিক) আসনে আসলাম চৌধুরী মনোনয়ন পাননি। ওই আসনে মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন। মনোনয়ন ঘোষণার পর পরই উপজেলা উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর পরই কয়েক হাজার নেতা-কর্মী সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসলাম চৌধুরীর পক্ষে নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন। এ সময় উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।
উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেছেন, ‘আসলাম চৌধুরী দীর্ঘ ৯ বছর কারাগারে ছিলেন। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার মতো ত্যাগী নেতা দলে কম আছেন। সীতাকুণ্ড অর্থাৎ চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর কোনো বিকল্প নেই। অথচ ভুল সিদ্ধান্তে মনোনয়ন দেওয়া হয়েছে কাজী সালাউদ্দিনকে!’
তিনি আরও বলেন, ‘দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাইকমান্ডকে দ্রুত এ বিষয়ে পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছি।’
বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, ‘সন্ধ্যা ৭টার পর থেকে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করতে শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। আমরা চেষ্টা করি তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে।’
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৯টা ৫০) সড়কে যান চলাচল বন্ধ ছিল।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.