রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক ও মাদক বিক্রির টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১০ আগস্ট) শ্রীমঙ্গল থানার শ্রীমঙ্গল থানার এসআই তপন চন্দ্র দাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশী এলাকা থেকে মাদক কারবারি নন্দ লার ভৌমিক (৫৪)-কে গ্রেপ্তার করেন।
এসময় তার ঘর তল্লাশী করে ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।