রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা: আকবরশাহ থানার অভিযানে ১২ ঘণ্টায় তিন আসামি গ্রেফতার সিএমপি’র সকল থানার ওসি পদে রদবদল চকবাজারের ওসিকে সিটিএসবিতে বদলি চট্টগ্রামে ৮ দলের বিভাগীয় সমাবেশে ডা. শফিকুর রহমান চট্টগ্রামে অপহৃত নাজিম উদ্দিন উদ্ধার, অপহরণচক্রের দুই সদস্য গ্রেফতার ডামুড্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত শ্রীবরদী ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়ি আটকে হামলা, গুলি করার হুমকি জামায়াত-বিএনপির লড়াই হবে হাড্ডাহাড্ডি, জয় নির্ধারণ করবে যে ভোটাররা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র‌্যাব-৭ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযান গ্রেফতার ১ ভালুকায় দেশনেত্রীর সুস্থতা কামনায় সর্বসাধারণের দোয়া

চা বাগানে প্রবেশে ২০ টাকা ফি নির্ধারণের নির্দেশ, শ্রমিক কল্যাণে ব্যয়ের প্রস্তাব শ্রম উপদেষ্টা ড. সাখাওয়াত

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত চা বাগানগুলোতে প্রবেশে ২০ টাকা ফি চালুর নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১৭ মে) সকালে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশে যেমন টিউলিপ বাগান দেখতে পর্যটকদের ফি দিতে হয়, তেমনি দেশের ঐতিহ্যবাহী চা বাগান দেখতে আসা পর্যটকদের কাছ থেকে ২০ টাকা ফি নেওয়া অযৌক্তিক নয়। এই অর্থ সরাসরি চা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা যেতে পারে।

তিনি বলেন, “অনেকে শ্রীমঙ্গলে এসে ফাইভ স্টার হোটেলে ১৫-১৬ হাজার টাকা খরচ করেন। সেখানে ২০ টাকা ফি কোনো বড় বিষয় নয়। এই উদ্যোগ চা শিল্পের অর্থনৈতিক ভিত্তি ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।”

সভায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা হয়। শ্রম উপদেষ্টা জানান, চা শিল্পের টেকসই উন্নয়নে শ্রম, অর্থ, বাণিজ্য, শিল্প, কৃষি ও ভূমি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। পাশাপাশি শ্রমিক-মালিক-সরকারের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে।

সভায় সভাপতিত্ব করেন শ্রম সচিব এএইচ এম সফিকুজ্জামান। উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ আল আজাদ, অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক, শ্রম কমিশনের সদস্য তপন দত্ত, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, ইউএনও ইসলাম উদ্দিনসহ চা শ্রমিক নেতারা।

চা শ্রমিকরা এসময় বকেয়া মজুরি, স্যানিটেশন সংকট ও ভূমি অধিকার সংক্রান্ত অভিযোগ তুলে ধরেন। একজন শ্রমিক নেতা জানান, ফুলতলা চা বাগানের মালিক ১৪শ শ্রমিকের ৬ মাসের বেতন না দিয়ে বিদেশে পালিয়ে গেছেন। এ বিষয়ে উপদেষ্টা তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে মালিককে খুঁজে বের করার নির্দেশ দেন।

চা শ্রমিকদের জন্য শ্রীমঙ্গলে একটি হাসপাতাল নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলেও সভায় জানানো হয়। উপদেষ্টা আশ্বাস দেন, সরকারের পক্ষ থেকে চা শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com