শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও দৈনিক চট্টগ্রামের পাতার সম্পাদক এম জামাল উদ্দিন শুক্রবার রাত ১০ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
এম জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এবং তার কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি চট্টগ্রামের সাংবাদিকতার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তার সম্পাদনায় দৈনিক চট্টগ্রামের পাতা পত্রিকা অনেক পাঠকপ্রিয় হয়ে উঠেছিল। এছাড়া, তিনি সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা ও বিভিন্ন সমাজিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
তার মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিকতা ও পুরো সমাজ শোকাহত। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজসেবক এবং চট্টগ্রামের বিভিন্ন স্তরের মানুষ।
এম জামাল উদ্দিনের অবদান চট্টগ্রামের সাংবাদিকতা জগতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার পরিবার, বন্ধু-বান্ধব এবং সহকর্মীরা শোকাহত এবং তার আত্মার শান্তি কামনা করেছেন।
তার মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেছে।