শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন:
লোহাগাড়ায় ১১ হাজার জাল টাকাসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।রোববার (২ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পদুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মো. শাহ আলম (৩৫) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজার বিঘা ডাক্তার ফরিদের বাড়ির ফেরদৌস আহমদের ছেলে। স্থানীয় সূত্র জানায়, লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের পদুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে নুরুর দোকানের সামনে থেকে ১১ হাজার জাল টাকাসহ শাহ আলমকে আটক করে যৌথবাহিনী। পরে তাকে থানা হেফাজতে নিয়ে আসা হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আটক শাহ আলম জাল টাকা সরবরাহকারী। ২০২৩ সালের ২৭ এপ্রিল জাল নোটসহ গ্রেপ্তার হয়েছিল স্বামী-স্ত্রী। তাছাড়া শাহ আলমের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে।