বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির পাহাড়ী জুম্ম শিক্ষার্থীদের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার বিকেল ৩:৩০ মিনিটে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্রগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের উদ্যোগে রাজশাহীস্থ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পাহাড়ী শিক্ষার্থীদের নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও বিশেষ অতিথি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন নবাগত শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অভিনন্দন ও স্বাগত জানিয়ে বলেন, তোমরা যে পরিশ্রম করে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তা প্রশংসার যোগ্য। তোমাদের সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আমাদের দেশে সৎ ও নিষ্ঠাবান মানুষের বড়ই অভাব রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাহাড়ী শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে রাবি প্রশাসন সবসময় পাশে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বলেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান নিজস্ব জনগোষ্ঠী, দেশ ও জাতি সর্বোপরি বিশ্ব মানবতার কল্যাণে যাতে কাজে লাগে সেভাবে ভূমিকা রাখতে হবে। পাহাড়ী শিক্ষার্থীসহ সকল ছাত্র-ছাত্রীর আবাসন ও অন্যান্য সমস্যা বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাধানের যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে।
আবাসিক হলে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সিট বন্টন নিশ্চিত করার ফলে পাহাড়ী শিক্ষার্থীরাও অন্যদের মতো সমভাবে উপকৃত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় যেসব সংস্কার ও উন্নয়ন কর্মসূচি রয়েছে সেগুলো বাস্তবায়িত হলে সকলের সন্তুষ্টির মাত্রা বাড়বে বলে আশা করি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংস্কৃতিক একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুমেন চাকমা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখার সভাপতি বিজয় চাকমা এবং সঞ্চালনা করেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী সফল চাকমা।
পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাহাড়ী শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।