বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
প্রেস রিলিজ
গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুজুকৃত মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৬ (ষোল) জন আসামী গ্রেফতার।
ইং-০৬/০২/২০২৫ তারিখের দুপুর ১৪.০০ ঘটিকা হতে ইং-০৭/০২/২০২৫ তারিখের দুপুর ১৪.০০ ঘটিকা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে ডবলমুরিং মডেল থানার আসামী ১।
মোঃ আকতার হোসেন প্র: আকতার কোম্পানী (৪৮), চকবাজার থানার আসামী ২। বিজয় দে (২৫), সদরঘাট থানার আসামী ৩। মোঃ ছিদ্দিক মুন্সি (৪১), কর্ণফুলী থানার আসামী চরপাথরঘাটা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ৪। জাবেদ উদ্দিন চৌধুরী প্রঃ সাজু(৩৯), কোতোয়ালী থানার আসামী ৫। শেখ রাসেল (৪০), ৬। রতন ঘোষ (৪৮), ৭। ডা: কথক দাশ (৪০), ৮। মোঃ নাজমুল হাসান (১৯), ৯। সুশান্ত দাশ দেবু (২৫),বন্দর থানার আসামী বন্দর থানা শ্রমিকলীগের সহ-সভাপতি ১০।
সৌরভ কুমার দে@বাসু(৪৫), বাকলিয়া থানার আসামী ১১। মোঃ হিরন মিয়া (৬৮), ১২। মোঃ পারভেজ খান প্রিন্স (৩৪), ১৩। মোঃ সফি আলম সওদাগর (৪০), ১৪। শেখ আব্দুল শুক্কুর (৫৮), আকবরশাহ থানার আসামী ১৫। মোঃ রিয়াজুল ইসলাম (২১), ও হালিশহর থানার আসামী ১৬। গোলাম নবী প্রঃ ইমন (৩৬) সহ সর্বমোট ১৬ (ষোল) জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।