বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউপির অন্তর্গত খয়রা মোড় হতে ২০০ গজ উত্তর দিকে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মিরাক্কেল ওয়াটার পার্কে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত বারটা হতে দেড়টার মধ্যে এই চুরির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মিরাক্কেল ওয়াটার পার্কের মূল ফটকের ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে এবং উক্ত পার্কে নিরাপত্তার দায়িত্বে থাকা মৌগাছি ইউপির খয়রা গ্রামের মৃত জানুর ছেলে জাহাঙ্গীর আলম (৪০) কে গার্ডরুমের ভিতরে মাফলার দিয়ে দুই হাত পিছনে বাঁধে এবং মশারির অংশ ছিড়ে মুখ বেঁধে পার্কের ভিতরে থাকা অফিস রুম ও ক্যান্টিন সহ অন্যান্য রুমের তালা কেটে নগদ ৫৩০০ টাকা, আইপিএস ফুল সেট, মনিটর, সিসি ক্যামেরা, ডিভিআর, জেনারেটর, ফ্রিজ, সিলিন্ডার, হিটার, ওভেন, সাউন্ডবক্স, তার ও ব্যাটারি ইত্যাদি সহ আরো অন্যান্য মালামাল অজ্ঞাতনামা ১০-১২ জন চোর রাতের অন্ধকারে ট্রাকে ভর্তি করে চুরি করে নিয়ে গেছে। কর্তৃপক্ষ চোরাই মালামালের আনুমানিক মূল্য নির্ধারণ করেছে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা।
মিরাক্কেল ওয়াটার পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম জানান, চোরদের কাউকে আমি চিনতে পারেনি, তবে তাদের ভাষা গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের মত। চুরি করে চলে যাওয়ার সময় চোরেরা সাথে আনা দুইটি বস্তা পার্কের ভিতরে ছেড়ে গেছে।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।