বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
সোহেল রানা,রাজশাহী ,প্রতিনিধি:
নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে ‘তারুণ্যের মেলা-২০২৫’ উপলক্ষে পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রোববার বিদ্যালয় চত্তরে প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত আমান আজিজ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুদ্দীন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন ও পবা উপজেলা নির্বাচন অফিসার মো. মতিউর রহমান।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মজিবর রহমানের সার্বিক সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনন্দ কুমার পাল, শিক্ষক আব্দুস সামাদ খান, শিক্ষক সেলিমুর রহমান, শিক্ষক জাইদুর রহমান, শিক্ষক শাহজাহান আলী, শিক্ষক তাহেরা খাতুন, হাবিবুর রহমান, শিক্ষক আব্দুল মতিন, শিক্ষক তারিকুল ইসলাম, শিক্ষক শাহীন আলী, শিক্ষক সামেরুল ইসলাম প্রমুখ।