বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
প্রেস রিলিজ:
সিএমপির কর্ণফুলী থানার অভিযানে ১ লক্ষ ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় ০৭ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।
সিএমপির কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মনির হোসেনের নেতৃত্বে এসআই (নি.) মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ আজ ১১/১১/২৪ খ্রি. (১০ নভেম্বর দিবাগত) রাত ০১:৩০ ঘটিকার সময় কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ৪৮/২০১৮, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ০৭ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি ফারুক আহম্মদ (৫০)-কে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, আসামি ফারুক আহম্মদকে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর কর্ণফুলী থানাধীন শিকলবাহা গ্রামের বাইট্টা গোষ্ঠীর পারিবারিক কবরস্থানের পুকুরপাড় থেকে ১,১৫,০০০ (এক লক্ষ পনেরো হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার করেছিল কর্ণফুলী থানা পুলিশ।