বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
অবশেষে চাকরি হারালেন স্যোশাল ইসলামী ব্যাংকের ৫৮৯ জন। চাকরিচ্যুতি শৃঙ্খলা ফেরাতে প্রবেশনারি সময়কালে থাকা ৫৮৯ জনকে চাকরিচ্যুত করল বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রত্যেককে আলাদাভাবে চিঠি দিয়ে চাকরিচ্যুতির বিষয়টি জানানো হয়েছে।
অবশেষে গুঞ্জন সত্যি হলো। এবার চাকরি হারালেন এস আলমের মালিকানায় থাকার সময় নিয়োগ পাওয়া পটিয়ার ৫৮৯ জন ব্যাংকার।
শৃঙ্খলা ফেরাতে প্রবেশনারি সময়কালে থাকা এসব ব্যাংক কর্মকর্তাদের বাদ দিয়েছে বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।
জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সনদ যাচাই বাছাই ছাড়াই চট্টগ্রামের পটিয়ার এসব বাসিন্দাদের চলতি বছর নিয়োগ দেওয়া হয়েছিল।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রত্যেককে আলাদাভাবে চিঠি দিয়ে চাকরিচ্যুতির বিষয়টি জানানো হয়েছে। ব্যাংকটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ন্যূনতম যোগ্যতা যাচাই ছাড়াই অপ্রয়োজনীয় অনেক নিয়োগ দেওয়া হয়েছে এখানে।
পরিস্থিতি এমন যে, অনেক শাখায় বসার জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। নানাভাবে তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে। শৃঙ্খলা ফেরাতে নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর শর্তের আলোকে তাদের ছাঁটাই করা হলো।
এর মাধ্যমে ব্যাংকের ব্যয় সংকোচন হবে বলেও তিনি জানান।