শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
আনিছুর রহমান রলিন মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মা ইলিশ সংরক্ষণ অভিযান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী পদ্মা নদীতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়। সেই সাথে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৮০ কেজি ইলিশ ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। আজ সকালে পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মধ্য গোয়াল গ্রামের আব্দুল হালিম খানের ছেলে শামীম, রমজানবেগ গ্রামের মো. হাকিম আলি দেওয়ান ও চরঝাপটা গ্রামের মো. অলি উল্লাহ।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের ২০ হাজার হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এদিকে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল হাসাইল মাছ ঘাট সংলগ্ন এলাকায় পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু।