বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
মোহাম্মদ নান্নু মৃধা, ( শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণেএনসিডি কর্ণারের কার্যক্রম তুলে ধরা,উচ্চ রক্তচাপের রোগীদের বিনামূল্যে এনসিডি কর্ণার থেকে ঔষধ সরবরাহ এবং সকল প্রাপ্তবয়সীদের কমিউনিটি ক্লিনিক থেকে রক্তচাপ পরিমাপ বিষয়ে কমিউনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের প্রতিনিধিদের নিয়ে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অভিজিৎ নাগ এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডাঃ মোঃ আহসান-উজ-জামান, সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার ডাঃ নুসরাত ইসলাম, প্রোগ্রাম এন্ড লজিস্টিক অ্যাসিস্টেন্ট ফিরোজা পারভীন এবং ফিল্ড মনিটরিং অ্যাসিস্ট্যান্ট মোঃ সোহাগ হোসেন।