রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁয় একটি আলুক্ষেত থেকে তিনটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপনে মাদক ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টায় নওগাঁ সদর উপজেলার বক্তারপুরে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
এসময় চাকলা হতে শ্যামপুর রাস্তার মধ্যস্থলে রাস্তার পাশে একটি আলুক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকরা আগ্নেয়াস্ত্রগুলো নওগাঁ সদর মডেল থানায় জমা দেয়া হয়।