শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
পুলিশের অভিযানে গাজীপুর থেকে চুরি হওয়া ১০,০৯০ পিস টি-শার্ট চট্টগ্রামে উদ্ধার কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর উদ্যোগে পাঞ ঞা জ্যোতি ভিক্ষু সংবর্ধিত  সিএমপি কমিশনারের প্রথম ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন ৮৪ জন সেবাপ্রত্যাশী আজ দেশে ফিরছেন লিবিয়ায় ‘বিপদগ্রস্ত’ ১৫৪ জন অভিবাসী পানছড়ির দূর্গম কচুছড়িতে ৩ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ চট্টগ্রামের সীতাকুন্ড থানার হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মেধাবীদের হাতে থাকলে দেশ পথ হারাবে না আগামীর বাংলাদেশ রাজশাহীতে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে আরও ৭ হাজার ৮৮০ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ৭ হাজার ৮৮০ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর থেকে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৮১৫ জনে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ৮৮০ জন। ফলে মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ৪২ কোটি ৩৭ লাখ ১৮ হাজার ৯৭৯ জনে।

আজ (২০ ফেব্রুয়ারি) রবিবার  সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে এবং সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে রাশিয়াতে। রাশিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক লাখ ৭৯ হাজার ১৪৭ জন এবং মারা গেছেন ৭৯৮ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৭২০ জন শনাক্ত এবং মারা গেছেন তিন লাখ ৪৪ হাজার ৭৫৫ জন।

দৈনিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন এক লাখ তিন হাজার ৩৬৩ জন।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৮১ লাখ ৬৭ হাজার ৫৮৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৪৩ হাজার ৯৩৮ জন এবং সুস্থ হয়েছেন দুই কোটি ৪৯ লাখ ৭৮২ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪১ হাজার ৪৪৩ জন এবং মারা গেছেন ৭১৫ জন। দেশটিতে এ পর্যন্ত আট কোটি ৭২ হাজার ৫৬১ জন শনাক্ত এবং ৯ লাখ ৫৯ হাজার ১৩০ জনের মৃত্যু হয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ৮৫১ জন।

জার্মানিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক লাখ ৩৭ হাজার ৭২২ জন এবং মারা গেছেন ১৩৩ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ৩০০ জন শনাক্ত এবং এক লাখ ২১ হাজার ৮২৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৯৫ লাখ ৯৫ হাজার জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৭৩ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৪৮৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন চার কোটি ২৮ লাখ ২০ হাজার ৯৯৩ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১১ হাজার ৯৩৫ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩৪ হাজার ৩৭৭ জন এবং মারা গেছেন ১২৮ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৮৫ লাখ ৮০ হাজার ২১৬ জন শনাক্ত এবং এক লাখ ৬০ হাজার ৫০৭ জন মারা গেছেন। করোনা থেকে সুস্থ হয়েছেন এক কোটি ৬৬ লাখ ১১ হাজার ৯৯৫ জন।

ফ্রান্সে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭৬ হাজার ৬৩৮ জন এবং মারা গেছেন ১৪৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ২২ লাখ ২৭ হাজার ৮২৬ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন এক লাখ ৩৬ হাজার ৫৯৪ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় তুরস্কে ২৭৮ জন, ইতালিতে ২৫২ জন, ইরানে ১৯১ জন, মেক্সিকোতে ৪৫৭ জন, পোল্যান্ডে ২৮৩ জন, দক্ষিণ আফ্রিকায় ৩১৯ জন, জাপানে ২৩৫ জন, ইউক্রেনে ২৬০ জন, ফিলিপাইনে ১৯৮ জনের মৃত্যু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com