শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের নবনির্বাচিত এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সৌরেন বলেছেন, ‘উপজেলা প্রশাসনকে দূর্নীতিমুক্ত ও জনবান্ধব হয়ে কাজ করতে হবে। স্মার্ট বদলগাছী গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে।’বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা ও সুবল চন্দ্র মন্ডল ভাইস- চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আল এমরান হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান ও সুবল প্রমুখ।