শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খান (বিশেষ প্রতিনিধি)
চট্টগ্রামের লোহাগাড়ায় মালবাহী ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।,সোমবার(২২)জানুয়ারি বিকেল আনুমানিক চারটায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পদুয়া নয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহতারা হলেন যথাক্রমে উপজেলা পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকার হাজী জালাল আহমদ এর পুত্র আফছার উদ্দিন (৩৫) আধুনগর ইউনিয়নের হানিফার পাডার ইলিয়াস মেম্বারের বাড়ির আব্দুল কাদেরের পুত্র মোহাম্মদ জুবায়ের (২৫)ওরাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজন নগর ধাইমার হাট এলাকার মোহাম্মদ বাবুলে’র পুত্র মোহাম্মদ জাহেদ (২৭) স্থানীয় ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে ঘটনার দিন চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেল ও বিপরীতমুখী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী গঠনাস্থলে তিনজনেই মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোঃ ইরফান, জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। গাড়ি জব্দ করা হয়েছে ঘাতক চালক দ্রুত পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।