মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
পারভেজ আলী মোহর যশোর থেকে :–
যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখাল জামতলা এলাকায় পরকীয়ার জেরে বন্ধুর হাতে তৌফিক হোসান (২৭) নামে এক যুবক খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উক্ত এলাকায় এ ঘটনা ঘটে।নিহত তৌফিক উপজেলার কৃষ্ণনগর এলাকার শাহাদাত হোসেনের ছেলে।নিহতের পরিবার বলছে, তৌফিকের সঙ্গে কারো কোনো বিরোধ নেই। নিহতের বাবা শাহাদাত জানান, আফিল এগ্রোর মুরগি খামারে কাজ করতেন তৌফিক হোসেন। শনিবার সকালে তিনি খামারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে কাটাখাল জামতলা এলাকায় গেলে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এরপর যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা, তারা জানাতে পারেননি
এদিকে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, পরকীয়ার জেরে বন্ধু বাবুরের হাতে তৌফিক খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যায় জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।