বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।শুক্রবার (৩১ মার্চ) রাতে কুলউড়া থানার এসআই সুজন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের বিলেরপার চেয়ারম্যান বাগানের সামনে দুই কেজি গাঁজাসহ পারভেজ আহমদ (২৫) নামের এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
এসআই সুজন জানায়, মাদক কারবারি পারভেজকে আটকের পর তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতর টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয় আটক পাারভেজ কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ফরমুজ আলীর ছেলে। কুলউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, গাঁজাসহ আটককৃত মাদক কারবারি পারভেজের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করে আজ শনিবার ১ এপ্রিল সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।