বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
দ্বিতীয়বাবের মতো মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সমিতির বর্তমান সভাপতি আব্দুর রহিম। একই সাথে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন জায়েদাবেগম তরফদার। এছাড়াও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন প্রভাষক দীপশিখা ধর।
সভাপতি আব্দুর রহিম জানান, প্রথমে ১০জন এলাকা পরিচালক নির্বাচিত হন। পরে এই ১০ জন থেকে ৪ জনের নির্বাহী কমিটি গঠন করা হয়।গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির বার্ষিক ৪০তম সাধারণ সভা শেষে সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।