রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ শুরু করতে যাচ্ছে এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৩।আজ (৩ জানুয়ারি) মঙ্গলবার এলজি ইলেকট্রনিক্সের বাংলাদেশ ব্র্যাঞ্চের গুলশান অফিসে এ প্রোগামের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন এলজি ইলেক্ট্রনিক্সের বাংলাদেশ ব্র্যাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর পিটার কো এবং হেড অব করপোরেট ব্র্যান্ডিং হাসান মাহমুদউল প্রমুখ।সম্প্রতি এলজি তাদের ফেসবুক পেজ ফলোয়ারদের একটি পোস্টের মাধ্যমে আহ্বান জানান সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা জমা দেওয়ার জন্য।যাচাইকৃত সেরা পরিকল্পনাগুলোয় অর্থায়ন করবে এলজি। ৩ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা জমা দেওয়া যাবে।