বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।আজ (১৪ ডিসেম্বর) মঙ্গলবার শহরের হবিগঞ্জ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারের হল রুমে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিষ্টাবার্ষিকীর অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম অনিকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর মীর এম এ সালাম, মৎস্যজীবী লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান আশিক, সংগঠনের প্রতিষ্ঠাতা মো. ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সংগঠনের সকল সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।