বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের প্রবেশপথে দৃষ্টিনন্দন ‘বঙ্গবন্ধু তোরণ উদ্বোধন করা হয়েছে। আজ (২৮ নভেম্বর) সোমবার রাতে ‘বঙ্গবন্ধু তোরণ’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসানসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, ‘বঙ্গবন্ধু তোরণ’ এর মাধ্যমে ’৫২ এর ভাষা আন্দোলন থেকে ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কর্মকান্ড টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।