বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আহত অবস্থায় কালেমা পাখি ও একটি গন্ধগোকুল উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন।আজ (১৯ অক্টোবর) বুধবার বিকেলে শহরের পৌর এলাকার কালিঘাট রোডের হেলাল তফাদার এর বাসায় গন্ধগোকুলটি দেখতে পেয়ে বাড়ির লোকজন বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেয়।
খবর পেয়ে ওই বাড়ির দু’তলা থেকে বন বিভাগের সহায়তায় গন্ধগকুলটি উদ্ধার করেন বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। এ দিন দুপুরে উপজেলার সাতগাঁও ইউনিয়নের লইনারকুল গ্রামের আব্দুল রহিম একটি আহত কালেমা পাখি পড়ে থাকতে দেখে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেন।
বন বিভাগের সদস্যদের সহায়তায় বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল আহত অবস্থায় কালেমা পাখিটি উদ্ধার করে নিয়ে আসেন। পরবর্তীতে উপজেলা পশু হাসপাতালে নিয়ে গেলে ডা. কর্ণ মল্লিক ও ডা. নম্পদ সিংহের চিকিৎসা শেষে পাখিটি বন বিভাগের রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়।