রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়া-১৫ আসনে ঘুড়ি প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী। তার প্রাপ্ত ভোট ৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার কামাল (সিএনজি প্রতীক) ভোট পেয়েছেন ৫৩ ভোট।এরফানুল করিম চৌধুরী জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক নেতৃবৃন্দরা সহ বিভিন্ন শ্রেনীর মানুষ তাকে ফুলের শুভেচ্ছা ও মালা পরিয়ে অভিনন্দন জানান।
নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী এরফানুল করিম চৌধুরী জানান, এ বিজয় লোহাগাড়ার মানুষের বিজয়, লোহাগাড়ার মানুষ আমাকে সম্মানিত করেছে। আমি খুব বেশী আশাবাদি ছিলাম, জনপ্রতিনিধিরা আমাকে ঘুড়ি প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমাকে আপনাকে সম্মানিত করেছেন, আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাবো।
আমি আমার ভোটারসহ সংশ্লিষ্ঠ সকলের কাছে চিরকৃতজ্ঞ। বিশেষভাবে আমার শ্রদ্ধেয় নেতা চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী,লোহাগাড়ার সুর্যসন্তান, ব্যারিষ্টার বিপ্লব দাদা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরীর কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের দোয়া নিয়ে আগামীতে লোহাগাড়ার বিভিন্ন এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাবো ইনশাল্লাহ।